সন্ধ্যা-সকাল

চাঁদের মাস্তুলে পচন ধরেছে, দোমড়ানো মোচড়ানো পাল।
একটা সীগাল মাতালের মত সমুদ্রের উপর দিয়ে ভেসে যাচ্ছে।
জাহাজঘাটা যেন কয়লাপোড়া পাথরের চাঁই। অন্ধকারে চুপিচুপি এগিয়ে আসছে ঝোপঝাড়।
ঘরের প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে। সূর্যোদয় মহাসমুদ্রের ধূসর পাথুরে
দরজা ঠেলে ঠেলে উঠছে বারবার, আর মাটির খুব কাছাকাছি ঝলমল করছে সূর্য ।
গরমকালের প্রায় দমবন্ধ হয়ে আসা সব ঈশ্বর অন্ধের মত
পথ হাতড়ে ফিরছে - সমুদ্রের কুয়াশায়।

[From: The Half-Finished Heaven

Tomas Tranströmer
Translated by: Robert Bly
বাংলা ভাষান্তর: কল্যাণী রমা ] 

মন্তব্যসমূহ

কল্যাণী রমা

কল্যাণী রমা

কল্যাণী রমা- জন্ম ঢাকায় ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং- বি টেক করেছেন এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে
প্রকাশিত বইঃ
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলোইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁসঅ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ তে জাগিহেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ

জনপ্রিয় পোস্টসমূহ