বরফ ঢাকা জঙ্গলে, স্বপ্নের ভিতর হেঁটে যায় যে কবি
-কল্যাণী রমা বছরের বেশির ভাগ সময় নীল, বেগুনি কিংবা প্যাস্টেল রঙের ফুল নয়, বরফে ঢেকে থাকে সুইডেন-এর গ্রানাইট মাটি। সেই শান্ত স্তব্ধতার ভিতর থেকে; এক অল্প সময় সূর্যের আলো দেখতে পাওয়া পৃথিবী থেকে; লাইকেন আর বুনো মসে ছাওয়া স্প্রুস বনের ভেজা, ভেজা অন্ধকার থেকে উঠে এসেছেন ২০১১ সালের সাহিত্যে নোবেলজয়ী কবি টোমাজ ট্রান্সট্রোমার। বরফের উপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে দু’হাত নেড়ে, নেড়ে তৈরী হওয়া এক অলৌকিক ‘স্নো-এঞ্জেলের’ মত। স্ক্যান্ডিনেভিয়ার প্রকৃতি তার সৌন্দর্যের একাকীত্ব দিয়ে এক বিশেষভাবে মানুষকে টানে। একইভাবে ট্রান্সট্রোমার-এর কবিতা মুগ্ধ করে আমাদের। বুঝিস্বপ্নের ভিতর জেগে থেকে সেখানেই বসবাস করে চলেছে কিছু মানুষ। আর বারবার সেই স্বপ্নের ভিতরই যেন পৃথিবী ছেড়ে কোথাও একটা উড়ে চলে যাচ্ছে সবাই। আর ঠিক তার পরের মুহূর্তেই ধাক্কা খেয়ে, ঘুম ভেঙ্গে সব স্বপ্ন ছিঁড়ে, প্যারাশুটে করে আছড়ে পড়ছে তারা প্রতিদিনের বাস্তব জীবনে। ট্রান্সট্রোমার-এর কবিতা পড়লে বরফ ঢাকা পাইন কিংবা বার্চ বনের ভিতর একা, একা হেঁটে বেড়ানোর মত এক অনুভূতি হয়। তাঁর প্রতিটি উচ্চারণ যেন আলো আর অন্ধকারের ভিতর রঙ বদল করে করে আঁকা কোন ছবি।এবং...